পাকিস্তানে থার কয়লাবিদ্যুতকেন্দ্রের উদ্বোধন
2022-10-12 19:34:03

অক্টোবর ১২: গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের থার এলাকায়, ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ব্লক টু’ প্রকল্পের আওতায়, নির্মাণাধীন থার কয়লাবিদ্যুতকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেহবাজ শরিফ বলেন, এই প্রকল্প বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ৩৩০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র দেশের ৬ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করবে। এই বিদ্যুতকেন্দ্র পরিবেশেরও কোনো ক্ষতি করবে না।

অনুষ্ঠানে পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত নং রং বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নতুন সাফল্য হিসেবে পরিকল্পনাটি পাকিস্তানে জ্বালানিসম্পদ উন্নয়নে সহায়তা করবে, বিদ্যুতের উত্পাদন বাড়াবে, এবং স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। (ছাই/আলিম/স্বর্ণা)