আগামী বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৭ শতাংশ হতে পারে
2022-10-12 10:48:24

অক্টোবর ১২: গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রকাশিত সর্বশেষ ‘বিশ্ব অর্থনীতি বিশ্লেষণ প্রতিবেদনে’ ধারণা করা হয়, ২০২২ সালে বিশ্ব অর্থনীতি জুলাই মাসের অনুমান অনুযায়ী ৩.২ শতাংশ বাড়বে। তবে, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি জুলাই মাসের অনুমানের চেয়ে ০.২ শতাংশ কমে ২.৭ শতাংশ হবে।

 

প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিশ্ব অর্থনীতি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে, মুদ্রাস্ফীতির হার কয়েক যুগের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে, বেশিরভাগ অঞ্চলের আর্থিক অবস্থা দুর্বল হয়েছে, ইউক্রেন সংকট এবং কোভিড-১৯ মহামারী বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুতর প্রভাব ফেলেছে।

 

এর আগে আইএমএফ-এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও মানুষের আয় কমছে এবং মূল্য বৃদ্ধির কারণে অর্থনৈতিক পতন অনুভূত হচ্ছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)