বুস্টার ডোজের আওতায় বাংলাদেশের ৫ কোটি ৭০ লাখ মানুষ
2022-10-12 19:44:37

 

ঢাকা, অক্টোবর ১২: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন পাঁচ কোটি ৭০ লাখেরও অধিক মানুষ।

 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।

 

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২০ হাজার ৩৮৫ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ।

 

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গেল ২৭ জানুয়ারি। বর্তমানে ৫ বছর বয়সী শিশুরাও পাচ্ছেন করোনা ভাইরাসের টিকা।

 

অভি/শান্তা