গভীর শরত্কালে
2022-10-12 14:02:00

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ ছিয়াও-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

আ ছিয়াও, ১৯৯০ সালের ১০ এপ্রিল চীনের হু নান প্রদেশের সাও ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৯ সালের ১৬ মে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০১২ সালে আ ছিয়াও নিজের স্টুডিও তৈরি করেন। ২০১৩ সালে তিনি ‘আমি নিজের প্রেমিকা’ নামের গানটি রচনা করেন। ২০১২ সালের আ ছিয়াও-এর প্রথম অ্যালবাম ‘আমার সঙ্গে ঘুরে যাও’ প্রকাশ করেন। ২০১৭ সালে তাঁর সপ্তম অ্যালবাম ‘need’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন আ ছিয়াও-এর গান ‘ভালোবাসা ও হিংসা’। গানের কথায় বলা হয়, জানি না কীভাবে সামনে আগাবো। আমি জানি, ভালোবাসাকে বিশ্বাস করা যায় না। আসলে ভালোবাসায় শুধু প্রেম নয়। জীবনের অনেক লক্ষ্য আছে। তোমার কথা, যেন তারার মত, আমার আকাশে ঝিকমিক করে। ভালোবাসা মানে সাহসী, ভালোবাসা মানে হিংসা। ভালোবাসা হল তোমার কাটা দাগ। ভালোবাসা মানে বিশ্বাস।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন আ ছিয়াও-এর গান, গানের নাম: গভীর শরত্কালে। গানের কথায় বলা হয়, গভীর শরত্কালে, চুপচাপ থাকি। সময় দ্রুত চলে যায়, গভীর শরত্কালকে স্মরণ করি। ক্ষমা করো, আমি এত তরুণ, মনে হয় সবকিছু বুঝি, আসলে মনে কিছুই নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আ ছিয়াও-এর গান ‘সমুদ্র’। গানের কথায় বলা হয়, তোমার প্রতি আমার ভালোবাসা থেমে যায় না। যেন সময় চলে না। হঠাত্ বৃষ্টি আসে। আমি তোমার হৃদয়ের সমুদ্রে ডুবে যাই। আমি কখনই তোমাকে পাই না। তুমিই সমুদ্র, আমি তোমার হৃদয়ের বাইরে আছি। তুমি সমুদ্র, মেঘনা এবং সবসময় পরিবর্তন হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাচ্ছি আ ছিয়াও-এর গান ‘আমি নিজের প্রেমিকা’। গানের কথায় বলা হয়, শুরু থেকে এ পর্যন্ত, নিজের মন খুলে রাখি। বর্তমানকে জয় করেছি, ভবিষ্যত কীভাবে জয় করব। শুরু থেকে ভবিষ্যত পর্যন্ত, নিজেকে ফুটিয়ে রাখি। এখন থেকে আমি নিজের প্রেমিকা।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ ছিয়াও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)