নেদারল্যাণ্ডস ও ইতালিতে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক
2022-10-12 17:34:56

অক্টোবর ১২: সম্প্রতি নেদারল্যান্ডস ও ইতালিতে কোভিডে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ডাচ স্বাস্থ্যমন্ত্রী জনসাধারণকে কোভিড-১৯ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর ইতালির গণমাধ্যমগুলো বলছে, দেশের হাসপাতালগুলোতে চিকিত্সার ঘাটতি উদ্বেগজনক।

নেদারল্যান্ডসের সরকারি তথ্য অনুসারে, স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) শেষ হওয়া সপ্তাহে, দেশটিতে নতুন করে ২৩,৬৯৩ কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যা  আগের সপ্তাহের চেয়ে ২৪ শতাংশ বেশি।

এদিকে, গত ১০ই অক্টোবর ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, অক্টোবরের শুরু থেকে সেদেশে কোভিডে আক্রান্তের সংখ্যা প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে। (ইয়াং/আলিম/ছাই)