বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে আরএমবি’র ঋণ ১৮.০৮ ট্রিলিয়ন ইউয়ান বেড়েছে
2022-10-12 10:49:22

অক্টোবর ১২: গতকাল (মঙ্গলবার) চীনের গণ-ব্যাংকের প্রকাশিত আর্থিক পরিসংখ্যানে দেখা গেছে, বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের আরএমবি’র ঋণ ১৮.০৮ ট্রিলিয়ন ইউয়ান বেড়েছে এবং সেপ্টেম্বর মাসে আরএমবি ঋণ ২.৪৭ ট্রিলিয়ন ইউয়ান বেড়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১.৩৬ ট্রিলিয়ন এবং ৮১.০৮ কোটি ইউয়ান বেশি।

একই সময় চীনের আরএমবি’র আমানত ২২.৭৭ ট্রিলিয়ন ইউয়ান বেড়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.১৬ ট্রিলিয়ন ইউয়ান বেশি।

 

এদিন প্রকাশিত সামাজিক অর্থায়ন পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের শেষ দিকে চীনের সামাজিক আর্থিক বনিয়োগের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১০.৬ শতাংশ বেড়ে ৩৪০.৬৫ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। বছরের প্রথম তিন প্রান্তিকে এই খাতে বৃদ্ধি গত বছরের একই সময়ের চেয়ে ৩.০১ ট্রিলিয়ন ইউয়ান বেড়ে ২৭.৭৭ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)