‘চীন জাতিসংঘের অভ্যন্তরীণ বিচারব্যবস্থার উন্নয়নের সমর্থক’
2022-10-12 17:35:57

অক্টোবর ১২: জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (মঙ্গলবার) বলেন, চীন জাতিসংঘের অভ্যন্তরীণ ন্যায়বিচার কার্যক্রমের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সংস্থার অভ্যন্তরীণ বিচারব্যবস্থার উন্নয়নকে সমর্থন করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে "জাতিসংঘের অভ্যন্তরীণ ন্যায়বিচার" বিষয়ে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের অভ্যন্তরীণ বিচারব্যবস্থা সংস্থার অভ্যন্তরীণ কাঠামোকে শক্তিশালী করতে এবং কর্মচারীদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষা করতে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। চীন জাতিসংঘের অভ্যন্তরীণ বিচারব্যবস্থার উন্নয়ন, বিচারিক দক্ষতা উন্নয়ন, এবং মামলার ব্যাকলগ কমাতে নতুন পদক্ষেপগ্রহণকে সমর্থন করে।

কেং শুয়াং আরও বলেন, জাতিসংঘের অভ্যন্তরীণ বিচারব্যবস্থা এ সংস্থার সকল কর্মীর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এ ব্যবস্থার অধীনে আইনের শাসনের নীতি মেনে চলতে হবে; নিয়ম ও প্রবিধানগুলো কঠোরভাবে প্রয়োগ করতে হবে; মতভেদ ও দ্বন্দ্ব নিরসনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে; এবং নিরপেক্ষতা ও ন্যায়বিচারের চেতনা ধরে রাখতে হবে।

(ইয়াং/আলিম/ছাই)