চীনের উন্নয়ন কোনোভাবেই কোনো দেশের জন্য হুমকি বা চ্যালেঞ্জ নয়: চীনা মুখপাত্র
2022-10-12 19:19:53

অক্টোবর ১২: চীন সবসময় শান্তিপূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। চীনের উন্নয়ন বিশ্বের কোনো দেশের জন্য হুমকি বা চ্যালেঞ্জ নয়, বরং সব দেশের জন্য সুযোগ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, নতুন ব্রিটিশ সরকার চীন-যুক্তরাজ্য সম্পর্ককে বস্তুনিষ্ঠ ও যুক্তিযুক্ত দৃষ্টিকোণ থেকে বিচার করবে বলে বেইজিং আশা করে। তথাকথিত ‘চীনা হুমকি’র পুরানো ও ভিত্তিহীন ভীতি ছড়ালে কেবল ক্ষতিই বৃদ্ধি পাবে, এ থেকে ভালো কিছু বেরিয়ে আসবে না।

মুখপাত্র বলেন, চীনের উন্নয়নের লক্ষ্য হচ্ছে চীনা জনগণের জীবনমান উন্নত করা। চীনের উন্নয়ন বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রাখছে। চীনের উন্নয়ন-প্রক্রিয়ার লক্ষ্য অন্য কোনো দেশ বা অঞ্চল নয়; চীনের উন্নয়ন কোনো দেশের জন্য হুমকিও নয়। (ইয়াং/আলিম/ছাই)