জাতিসংঘ-আফ্রিকান ইউনিয়ন সহযোগিতার মান উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করে চীন: মুখপাত্র
2022-10-12 19:37:32

অক্টোবর ১২: জাতিসংঘ-আফ্রিকান ইউনিয়ন সহযোগিতার মান উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত ‘জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সহযোগিতা’ শীর্ষক এক সম্মেলনে এ কথা বলেন।

তাই পিং বলেন, আফ্রিকার শান্তি ও নিরাপত্তা রক্ষা, নির্মাণের সামর্থ্য উন্নয়ন, এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘ আরও সাহায্য-সহযোগিতা করতে পারে।

তিনি বলেন, আফ্রিকায় সন্ত্রাসী তত্পরতা, অস্ত্রের অবৈধ লেনদেন, জনস্বাস্থ্যসংশ্লিষ্ট চ্যালেঞ্জ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও আফ্রিকান দেশগুলোকে যৌথভাবে তা মোকাবিলা করতে হবে।

তাই পিং আরও বলেন, আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে উন্নত দেশগুলো ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর উচিত আফ্রিকার উন্নয়নে প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা জোরদার করা। (ছাই/আলিম/স্বর্ণা)