পাংলোং
2022-10-12 14:34:44

পাংলোং ১৯৭১ সালের ২ মে চীনের লিয়াওনিং প্রদেশের ফুসিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়ক, গীতিকার, এবং অভিনেতা। তিনি চাইনিজ মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের একজন সদস্য। ১৯৮৮ সালে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি শেনইয়াং কনসারভেটরি অব মিউজিকের পপ বিভাগের পেশাদার গান গাওয়া বিষয়ে লেখাপড়া শুরু করেন। ২০০০ সালের অক্টোবরে তিনি প্রথম অ্যালবাম “জীবনের ট্রিলজি” প্রকাশ করেন। ২০০৪ সালের নভেম্বরে তিনি দ্বিতীয় অ্যালবাম “দু’টি প্রজাপতি” প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত অনেক জনপ্রিয় ছিল।

 

২০০৫ সালের সেপ্টেম্বরে পাংলোং তাঁর তৃতীয় অ্যালবাম “তুমি আমার গোলাপী ফুল” প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত চীনের মূল-ভূভাগ এবং তাইওয়ানের সঙ্গীতজ্ঞদের যৌথ তৈরি। অ্যালবামের প্রস্তুতি নেয়ার সময় তিনি ৩শ’ ডেমো থেকে অপেশাদার লেখকদের রচিত গানটি বাছাই করেছেন। গানটি ২০০১ সালে রচনা করা হয়। এটি ছিল তাঁর লিরিক্স ও সঙ্গীত রচয়িতা বান্ধবীর জন্য বিবাহের উপহার। গানের শিরোনাম ছিল “একটি গোলাপী ফুল”। 

 

পাংলোং চার বার তথা ২০০৬, ২০০৭, ২০০৮, ও ২০১০ সালে সিসিটিভি বসন্ত উৎসব গালায় পরিবেশনা করেন। ২০০৭ সালের অক্টোবরে তিনি পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালের ২১ জানুয়ারি বেইজিং অলিম্পিক গেমস শুরুর ২শ’ দিন আগে তিনি “ভাই চিয়ার্স” নামক গান প্রকাশ করেন। সে বছর ৩১ মার্চে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। একই বছরের ৮ সেপ্টেম্বরে তিনি একটি ইপি প্রকাশ করেন। “ভাই চিয়ার্স” বিশেষ সুপারিশের গান হিসেবে এতে অন্তর্ভুক্ত হয়। 

 

২০০৮ সালে “ভাই চিয়ার্স” প্রকাশিত হবার পর, পাংলোং ভাই শিল্প-কর্মের দ্বিতীয় গানের প্রস্তুতি নিতে শুরু করেন। ইতোমধ্যে তিনি অনেক গান সংগ্রহ ও সৃষ্টি করেছেন, কিন্তু সন্তোষজনক গান পাননি। তবে, একবার তিনি তরুণ সুরকার ছাই লোংবো’র কাছ থেকে “ভাই, একটু আলিঙ্গন করো”র ডেমো শুনেছেন, তখনই তিনি তাঁর হৃদয়ে সবচেয়ে কাঙ্খিত গানটি পেয়ে যান। 

 

২০১৪ সালের ৭ জুন, পাংলোং নতুন ইপি এবং একই নামের গান “স্মৃতিতে লুকিয়ে থাকা একটি গান” প্রকাশ করেন। ইপিতে গানটির রেডিও নাটক সংস্করণ এবং অন্য কয়েকটি গান অন্তর্ভুক্ত হয়। আজকের অনুষ্ঠানে আমি ইপি থেকে “যৌবনের বিদায়ের কবিতা” নামক গান বাছাই করে আপনাদের শোনাতে চাচ্ছি। 

 

“আমি তোমাকে আলিঙ্গন করতে চাচ্ছি” পাংলোংয়ের একটি প্রতিধিস্থানীয় গান। গানটি তাঁর ২০০৫ সালের তৃতীয় অ্যালবাম “তুমি আমার গোলাপী ফুল” থেকে নেয়া। পাংলোংয়ের পরিবেশনা খুবই প্রাণবন্ত এবং হৃদয়স্পর্শী। 

 

(প্রেমা/এনাম)