যুক্তরাষ্ট্রের ‘শক্তির অর্থনীতি’র সমালোচনা করলেন ফরাসি অর্থমন্ত্রী
2022-10-12 19:35:48

অক্টোবর ১২: ফরাসি অর্থমন্ত্রী বুনো লেমেয়া গতকাল (মঙ্গলবার) ফ্রান্সের পার্লামেন্টে বাজেট নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘শক্তির অর্থনীতি’র সমালোচনা করেন। তিনি ইউরোপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

লেমেয়া বলেন, ফ্রান্স ইউক্রেনের সঙ্কটের কারণে মার্কিন অর্থনীতিকে বিশ্বে আধিপত্য বিস্তার করতে এবং ইউরোপীয় অর্থনীতিকে দুর্বল হতে দিতে পারে না। ইউরোপের উচিত জ্বালানিসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

তিনি বলেন, বর্তমানে জ্বালানির উচ্চমূল্যের কারণে ফ্রান্সের কোনো কোনো প্রতিষ্ঠান উত্পাদন হ্রাস করতে বাধ্য হচ্ছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ও কানাডায় স্থানান্তরিত হচ্ছে। এর ফলে ফ্রান্সের শিল্প পুনরুদ্ধারের পরিকল্পনা হুমকির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যদি জ্বালানির দাম নিয়ন্ত্রণ না-করা হয়, তাহলে ফরাসি শিল্প দুর্বল হয়ে পড়বে। সেজন্য ফ্রান্স এ ব্যাপারে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর  কথা বিবেচনা করছে। (ছাই/আলিম/স্বর্ণা)