চীনে গাড়ির উৎপাদন ও বিক্রির পরিমাণ বেড়েছে
2022-10-12 14:50:11


অক্টোবর ১২: চীনের গাড়ি শিল্প সংস্থার খবরে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, চীনে গাড়ির উৎপাদন ও বিক্রি হয়েছে যথাক্রমে এক কোটি ৯৬ লাখ ৩২ হাজার এবং এক কোটি ৯৪ লাখ ৭০ হাজার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৪ শতাংশ ও ৪.৪ শতাংশ বেশি। ‌এর মধ্যে বিদ্যুত্চালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ যথাক্রমে ৪৭ লাখ ১৭ হাজার এবং ৪৫ লাখ ৬৭ হাজার। এই পরিমাণও গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১২০ শতাংশ ও ১১০ শতাংশ বেশি। 


চীনের গাড়ি শিল্প সংস্থার উপমহাসচিব ছেন সি হুয়া জানান, এ বছর গাড়ি শিল্পের সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য চীন ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিয়েছে। এতে বাজারে প্রাণশক্তি যুক্ত হয়েছে এবং গাড়ি শিল্প ক্রমশ পুনরুদ্ধার হচ্ছে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গাড়ি বাজারে উচ্চ মানের উন্নয়নের গতি বজায় রয়েছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)