জাতিসংঘ সাধারণ পরিষদে ১৪টি মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত
2022-10-12 11:37:43

অক্টোবর ১২: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করা হয়। এতে ১৪টি মানবাধিকার পরিষদের সদস্যদেশ নির্বাচিত হয়েছে। নতুন সদস্যরা আগামী পয়লা জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে।

 

নির্বাচিত নতুন সদস্যরা হল- আলজেরিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সুদান, বাংলাদেশ, মালদ্বীপ, ভিয়েতনাম, কিরগিজস্তান, চিলি, বেলজিয়াম ও জার্মানি-সহ ১৪টি দেশ।

 

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদর দপ্তর জেনিভায় অবস্থিত। পরিষদে মোট ৪৭টি আসন রয়েছে। প্রতি বছরের নির্বাচনে তিন ভাগের এক ভাগ সদস্যদেশ পরিবর্তন করতে হয়, যাদের কার্যমেয়াদ ৩ বছর।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)