একযোগে মেয়ে শিশু ও নারীদের শিক্ষা এগিয়ে নিতে চান ফেং লি ইউয়ান
2022-10-12 14:49:11


অক্টোবর ১২: জাতিসংঘের ইউনেস্কোর ২০২২ সালে মেয়ে শিশু ও নারীদের শিক্ষা-বিষয়ক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল (মঙ্গলবার) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্টের স্ত্রী, মেয়ে শিশু ও নারী শিক্ষা অগ্রসর খাতে ইউনেস্কোর বিশেষ দূত মাদাম ফেং লি ইউয়ান ওই অনুষ্ঠানে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।


মাদাম ফেং লি ইউয়ান অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি এবারে পুরষ্কার পাওয়া কম্বোডিয়া ও তাঞ্জানিয়ার প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছাও জানান।

 

মাদাম ফেং লি ইউয়ান জানান, শেয়ে শিশু ও নারী শিক্ষা শুধু নারীর নিজস্ব উন্নয়নের সঙ্গে জড়িত নয়; বরং, মানবসমাজের টেকসই উন্নয়নকেও এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি জাতিসংঘের শিক্ষা সংস্কারে শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ করে লিঙ্গ সমতা এগিয়ে নিতে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে আহ্বান জানানো হয় যে, শিক্ষা সংস্কারের মাধ্যমে নারীদেরকে সুযোগসুবিধা দেওয়া হবে। চীন বরাবরই মেয়ে শিশু ও নারী শিক্ষাকে অনেক গুরুত্ব দেয়। অর্থনীতি ও সমাজের উন্নয়নে নারীদের অংশগ্রহণের সক্ষমতা অব্যাহত বাড়ছে।


মাদাম ফেং লি ইউয়ান জোর দিয়ে বলেন, মেয়ে শিশু ও নারী শিক্ষা এগিয়ে নিতে ইউনেস্কোর বিশেষ দূত হিসেবে, তিনি সবার সঙ্গে একযোগে মেয়ে শিশু ও নারী শিক্ষার মান আরও ন্যায্য, সহনশীল ও উচ্চ গুণগত মানের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এতে বিশ্বের টেকসই উন্নয়ন জোরদার হবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)