চীন ও জার্মানির প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়
2022-10-12 17:08:03


অক্টোবর ১২: চীন-জার্মানি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইমায়ার পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।

বার্তায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, বিগত ৫০ বছরে পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে চীন ও জার্মানি দু’দেশের সম্পর্ককে এগিয়ে নিয়েছে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে ইতিবাচক অবদান রাখার চেষ্টা চালিয়েছে। এই প্রক্রিয়ায় দু’পক্ষ হাতে হাতে রেখে যৌথভাবে একটি সফল অধ্যায় উন্মোচন করেছে।

তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি করতে তিনি জার্মান প্রেসিডেন্টের সঙ্গে কাজ করে যেতে আগ্রহী।

নিজের বার্তায় জার্মান প্রেসিডেন্ট বলেন, বিগত ৫০ বছরে জার্মানি ও চীনের সম্পর্ক বহু ক্ষেত্রে গভীর থেকে গভীরতর হয়েছে। চীন জার্মানির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং জার্মানি ও চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু’পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দু’দেশের মধ্যে সহযোগিতা আরও মজবুত হবে বলে তিনি আশা করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)