‘প্রেমের গান’
2022-10-11 14:57:22

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুং চুং আর চিয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

রুং চুং আর চিয়া, ১৯৬৯ সালের ৭ অগাস্ট চীনের সি ছুয়ান প্রদেশের আবা রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তিব্বতি জাতির একজন কণ্ঠশিল্পী।

 

রুং চুং আর চিয়া হল তিব্বতি ভাষার নাম। এখানে রুং চুং মানে ‘অনেক সুখ’। আর চিয়া মানে চিরদিন। রু চুং আর চিয়া ছোটবেলা থেকেই সংগীতানুরাগী ছিলেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি স্কুলের সংগীত অনুষ্ঠানে অংশ নিতেন। ১৯৯১ সালে তিনি গান রচনা শুরু করেন।

 

১৯৯৪ সালে রু চুং আর চিয়া চীনের চৌ চাই গৌ জাতীয় শিল্পী দলে যোগ দেন। ১৯৯৫ সালে রু চুং আর চিয়া বেইজিংয়ে গিয়ে সুরকার ওয়াং ফু লিনের কাছ থেকে সংগীত শিখতে শুরু করেন।

২০০০ সালের মধ্যশরত্ উত্সবের সময় রু চুং আর চিয়াং চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের নভেম্বর মাসে তিনি সিসিটিভি’র নান নিং আন্তর্জাতিক লোকগান উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন রুং চুং আর চিয়া-এর গান ‘প্রেমের গান’। গানের কথায় বলা হয়, অনেক আনন্দ, তোমার তাবুতে থাকে। প্রথম প্রেমের সঙ্গীত, বরফ পাহাড় ভেঙে দেয়। তরুণ আমি, কেন হৃদয়ে ব্যথা বুঝি নি! হঠাত্ ফিরে দেখি, সময় আর নেই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবারে শুনুন রুং চুং আর চিয়া-এর গান ‘সুন্দরী মেয়ে’। গানের কথাগুলো এমন: তোমার চোখ, রূপকথার পরীর হৃদ। স্বচ্ছ পানি, আমার মনে ভাসে। সুন্দরী মেয়ে, তুমি কেন দেখো না। সুন্দরী মেয়ে, তোমার চোখে আমি মাতাল হই। সুন্দরী মেয়ে, তোমার মিষ্টি হাসিতে, আমার পরিচিত জন্মস্থানের স্বাদ আছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন রুং চুং আর চিয়া-এর গান ‘পশুপালকের গান’। গানের কথাগুলো এমন: একাকী ঈগল নীল আকাশ বেছে নেয়। সেই মেঘ অতিক্রমের পাখা বাছাই করেছে। অন্ধ রাত, বাতাসের বাধ ভেঙে দেয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো রুং চুং আর চিয়া-এর আরেকটি গান, গানের নাম ‘স্বর্গের প্রেম’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুং চুং আর চিয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)