থিয়ানচৌ-৫ মিশনের লংমার্চ-৭ পরিবাহক-রকেট উত্ক্ষেপণকেন্দ্রে পৌঁছেছে
2022-10-11 19:03:30

অক্টোবর ১১: থিয়ানচৌ-৫ মালবাহী মহাকাশযান উত্ক্ষেপণের জন্য নির্ধারিত পরিবাহক-রকেট লংমার্চ-৭ আজ (মঙ্গলবার) ওয়েনছাং উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্রে পৌঁছেছে। মালবাহী মহাকাশযানটি আগেই সেখানে পৌঁছায়। এখন দুটিকে সংযুক্ত করে উত্ক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

মালবাহী মহাকাশযানটি চীনের নির্মাণাধীন মহাকাশকেন্দ্রে পাঠানো হবে। মহাকাশকেন্দ্রের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুসারে, চলতি বছর শেষের আগেই, মহাকাশকেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ করতে, মেংথিয়ান মহাকাশ-গবেষণাগার, থিয়ানচৌ-৫ মালবাহী মহাকাশযান এবং শেনচৌ-১৫ মিশনের নভোচারীদের মহাকাশে পাঠানো হবে। কাছাকাছি সময়ে শেনচৌ-১৪ মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরে আসবেন।

এদিকে, শেনচৌ-১৪ মিশনের নভোচারীরা মহাকাশকেন্দ্রে তাদের মেয়াদের প্রায় অর্ধেক অতিবাহিত করেছে। আর শেনচৌ-১৫ মিশনের নভোচারীদের প্রশিক্ষণ  জোরদার করা হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)