গত দশ বছরে চীনের তিব্বতের ক্রীড়া খাতের দ্রুত উন্নতি হয়েছে
2022-10-11 11:02:31

অক্টোবর ১১: গতকাল (মঙ্গলবার) চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১০ বছরে তিব্বতের ক্রীড়া খাতে ৫ বিলিয়ন ২৩ কোটি ৭০ লাখ ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ক্রীড়া অবকাঠামো নির্মাণ, স্থানীয় নাগরিকদের স্বাস্থ্য উন্নয়ন, পেশাদার খেলোয়াড় প্রশিক্ষণ এবং তিব্বতের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রকল্প রক্ষায় ব্যয় করা হয়েছে।

গত ১০ বছরে তিব্বতের খেলার মাঠের সংখ্যা ছিল ৮৬২৯টি এবং সামাজিক ক্রীড়া পরামর্শকের সংখ্যা ৫৮২৯জন হয়েছে। যা তিব্বতের বিভিন্ন জাতির জনগণের ক্রীড়া ও শরীরচর্চার চাহিদা পূরণ করেছে।

 

জানা গেছে, তিব্বতের বৈশিষ্ট্যময় ক্রীড়া কার্যক্রম উন্নয়নে ডাংজিরেন জকি ক্লাব, লাসা ঘুড়িসহ ২২টি জাতীয় ক্রীড়া প্রকল্প চীনের ‘অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)