গিনিতে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিয়েছে চীনের চিকিৎসক দল
2022-10-11 14:54:48


অক্টোবর ১১: আফ্রিকার দেশ গিনিতে চীনের ২৯তম দফার চিকিৎসা সহায়তা দল গতকাল (সোমবার) দেশটির রাজধানী কোনাক্রিতে অবস্থিত চীন-গিনি বন্ধুত্ব হাসপাতালে প্রাথমিক চিকিত্সা সহায়তার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। চীনা চিকিৎসক দল চীন-গিনি বন্ধুত্ব হাসপাতালের চিকিৎসক ও নার্সদেরকে প্রাথমিক চিকিত্সা বিষয়ের প্রশিক্ষণ দিয়েছেন।

প্রশিক্ষণের পর চীন-গিনি বন্ধুত্ব হাসপাতালের প্রধান বলেন, এবারের প্রশিক্ষণে প্রাথমিক চিকিত্সার সব প্রক্রিয়া অন্তর্ভুক্ত ছিল। ভবিষ্যতে ওই হাসপাতালের চিকিৎসক ও নার্স প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও প্রযুক্তিচর্চা বাড়াতে পারবে। চিকিৎসক ও নার্সদের মধ্যে ‘সময়ই জীবন’-এর ধারণা আরো জোরদার হবে। এতে দেশের তীব্র ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া যাবে। 

চীনা চিকিৎসা সহায়তা দলের প্রধান কুও আশা করেন, এবারের প্রশিক্ষণ কার্যক্রম মাধ্যমে কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের প্রাথমিক চিকিৎসায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিয়েছে। এতে আরো বেশি মানুষ প্রাথমিক চিকিৎসা পদ্ধতি শিখতে পারবে এবং আরো বেশি রোগী যথাযথ চিকিৎসা লাভ করবে।

গিনিকে সহায়তা দিয়েছে চীনের ২৯তম দফার চিকিৎসক দলের ২২জন সদস্য। তারা বেইজিং পৌর স্বাস্থ্য কমিশন, বেইজিং স্বর্গমন্দির হাসপাতাল এবং বেইজিং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে গিয়েছেন। তারা গত ৭ মার্চ গিনি পৌঁছান। ক্লিনিক্যাল মেডিসিন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্যনীতি, চিকিৎসা সংস্কার, জনস্বাস্থ্য, স্বাস্থ্য প্রচার-সহ নানা খাতে তারা গিনির কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে সহযোগিতা করছেন।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)