চীনা পণ্যের রপ্তানিতে মার্কিন নিয়ন্ত্রণের বিরোধিতা করে চীন
2022-10-11 11:33:48

অক্টোবর ১১: গতকাল (সোমবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও বিভিন্ন ক্ষেত্রে চীনা পণ্যের রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করার তীব্র বিরোধিতা করেছেন। মুখপাত্র রপ্তানি পণ্যের ‘যাচাই না-করা তালিকা’ সমন্বয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।


সম্প্রতি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ৯টি চীনা পণ্যকে “যাচাই না করা তালিকা” থেকে বাতিল করলেও আরও ৩১টি চীনা পণ্যকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করেছে।


মুখপাত্র বলেন, দু’পক্ষ উদার সহযোগিতা এবং উভয়ের কল্যাণের মৌলিক নীতির ভিত্তিতে দু’পক্ষের প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর সমাধান বের করতে পারে। উন্নত কম্পিউটিংসহ জোরালো রপ্তানি নিয়ন্ত্রণ করা আধিপত্যবাদী আচরণ; যা গুরুতরভাবে চীন-মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক যোগাযোগে বাধা দিয়েছে এবং বাজারের নিয়ম ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা নষ্ট করেছে। এতে বিশ্বের শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতায় গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)