মধ্য আমেরিকায় ঘূর্ণিঝড় জুলিয়া আঘাতে অন্তত ২৬ জনের মৃত্যু
2022-10-11 19:04:33

অক্টোবর ১১: ঘূর্ণিঝড় জুলিয়া গত ৯ই অক্টোবর স্থানীয় সময় ভোরে নিকারাগুয়ায় ভূমিধসের কারণ হয় এবং মধ্য আমেরিকার অনেক দেশে বন্যা, ভূমিধস ও অন্যান্য বিপর্যয় সৃষ্টি করে। ফলে, ১০ই অক্টোবর সন্ধ্যা পর্যন্ত, কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।

নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট মুরিলো ১০ই অক্টোবর  এক টেলিভিশন ভাষণে বলেন, যদিও ‘জুলিয়া’ নিকারাগুয়ায় কোনো মৃত্যু ঘটায়নি, তবে ১০ লাখেরও  বেশি মানুষ বিদ্যুত বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়-জনিত বন্যা এবং অন্যান্য বিপর্যয়ে ৮০০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৩ হাজার-এরও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।

এদিকে, এল সালভাদরের নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান গত ১০ই অক্টোবর স্থানীয় মিডিয়ার সাথে এক সাক্ষাত্কারে বলেন, ‘জুলিয়া’ দেশের অনেক জায়গায় বন্যা ও ভূমিধস ঘটিয়েছে এবং এর ফলে শত শত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে। তা ছাড়া, দেশটিতে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ঘটেছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দেশের বিভিন্ন স্থানে ৪৫টি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

ওদিকে, গুয়াতেমালার দুর্যোগ প্রশমন বিভাগ ১০ই অক্টোবর এক ঘোষণায় জানায়, ‘জুলিয়া’-র আঘাতে ১২ জন নিহত হয়েছে, ৫০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ৬৬ হাজার-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া, হন্ডুরাস, পানামার মতো দেশগুলো বিভিন্ন মাত্রায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ইয়াং/আলিম/ছাই)