মন্টেনিগ্রো ও চীনের মধ্যে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে: মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট
2022-10-11 19:05:22

অক্টোবর ১১: মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট জুকানোভিচ গতকাল (সোমবার) রাজধানী পডগোরিকায় বলেন, মন্টেনিগ্রো ও চীনের মধ্যে গভীর ঐতিহ্যবাহী বন্ধুত্ব রয়েছে এবং দুই দেশের মধ্যে দূষণমুক্ত শক্তি, অবকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিস্তৃত সম্ভাবনা রয়েছে। মন্টেনিগ্রোতে চীনের নতুন রাষ্ট্রদূত ফান খুনের পরিচয়পত্র গ্রহণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মন্টেনিগ্রো ‘এক চীননীতি’ মেনে চলে। চীন-সিইইসি সহযোগিতা প্রক্রিয়ার আওতায় দুই দেশের যৌথ উদ্যোগে উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে দূষণমুক্ত শক্তি, অবকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এসময় ফান খুন বলেন, চীন ও মন্টেনিগ্রোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রচুর সম্ভাবনা রয়েছে। চীন "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগ এবং চীন-সিইইসি সহযোগিতা প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে ক্রমাগতভাবে উন্নয়ন করতে মন্টেনিগ্রোর সাথে কাজ করতে ইচ্ছুক। (ইয়াং/আলিম/ছাই)