‘থিয়ানকোং’ তৃতীয় ক্লাস ১২ অক্টোবর শুরু হবে
2022-10-11 11:03:37

অক্টোবর ১১: চীনের মানববাহী নভোযান প্রকল্প কার্যালয় সূত্র জানিয়েছে, ‘থিয়ানকোং’ তৃতীয় ক্লাস ১২ অক্টোবর বিকেলে ৩টা ৪৫ মিনিটে শুরু হবে, শেনচৌ ১৪ নভোচারীরা ছেন তুং, লিউ ইয়াং এবং ছাই স্যু চ্য কিশোর কিশোরীদেরকে মহাশূন্য থেকে ক্লাস দেবেন এবং চায়না মিডিয়া গ্রুপও বিশ্বে তা লাইভ সম্প্রচার করবে।

এবারের ক্লাস পৃথিবী ও মহাশূন্যের বিনিময় পদ্ধতিতে পরিচালনা করা হবে, তিনজন নভোচারী চীনের মহাশূন্য স্টেশন ওয়েনথিয়ান পরীক্ষামূলক কেবিনের জীবনযাপনের চিত্র তুলে ধরবেন এবং পৃথিবীর ক্লাসের সঙ্গে যোগাযোগ করবেন। এ ক্লাসের মাধ্যমে কিশোর কিশোরীদের বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে উত্সাহ দেওয়া হবে।

‘থিয়ানকোং’ ক্লাস চালু হবার পর তা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। চীনা নভোচারীরা পৃথিবীর কিশোর কিশোরীদের সঙ্গে নানা বিষয়ে পরীক্ষা করেন, মহাশূন্য ও পৃথিবীর পার্থক্য তুলে ধরেন; যা সবার জন্য বেশ মজার ব্যাপার।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)