ঢাকা ওয়াসা এমডির ১৩ বছরের আয়ের হিসাব চেয়েছেন চেম্বার আদালত
2022-10-11 19:32:52

ঢাকা, অক্টোবর ১১: বাংলাদেশের রাজধানী ঢাকার পানি সরবরাহ পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের ১৩ বছরের আয়ের হিসাব চেয়েছেন বাংলাদেশের চেম্বার আদালত এই ১৩ বছরে তিনি বেতন, উৎসাহ ভাতা  আনুষঙ্গিক সুবিধা হিসেবে যতো টাকা নিয়েছেন তার হিসাব দাখিলের আদেশ বহাল রাখা হয়েছে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওয়াসার আবেদনের শুনানিতে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন আদেশ দেন

এর আগে গেল ১৭ আগস্ট ঢাকা ওয়াসার এমডি তাকসিম খান ১৩ বছরে মোট বেতন, উৎসাহ ভাতা, আনুষঙ্গিক সুবিধা হিসেবে যতো টাকা নিয়েছেন তার হিসাব তলব করেন হাইকোর্ট আগামী ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ডকে হিসাব আদালতে দাখিল করতে বলা হয়েছে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন

একইসঙ্গে তাকসিম খানকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত এছাড়া তাকে অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে

২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার এমডি পদে রয়েছেন তাকসিম খান প্রথম নিয়োগের পর থেকে মোট বার তার মেয়াদ বাড়ানো হয়েছে

অভি/ সাজিদ