আইসিজি’র ১৬তম সম্মেলনে চীনের অংশগ্রহণ
2022-10-11 19:31:22

অক্টোবর ১১: জাতিসংঘের বৈশ্বিক ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেমের জিপিএস আন্তর্জাতিক কমিটির (আইসিজি) ১৬তম  সম্মেলন গতকাল (সোমবার) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয়। সম্মেলন চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

চীনের পেইতৌ উপগ্রহ জিপিএস ব্যবস্থা পরিকল্পনার সাধারণ নকশাকার ইয়াং ছাং ফেংয়ের নেতৃত্বে একটি চীনা প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা স্যাটেলাইট নেভিগেশনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও ভারতের বিশ্ব ও আঞ্চলিক উপগ্রহ জিপিএস ব্যবস্থা সরবরাহ প্রতিষ্ঠানগুলো, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও নাইজিরিয়াসহ আইসিজি’র সদস্য দেশগুলো, আন্তর্জাতিক জিওডেটিক অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক জিএনএসএস পরিষেবা সংস্থাসহ আইসিজি’র সহযোগী সদস্য দেশগুলো ও পর্যবেক্ষণ দেশগুলো এবং দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও আন্তর্জাতিক সমুদ্র মেরিটাইম রেডিও কারিগরি কমিটি এবারের সম্মেলনে অংশ নেয়।  (ছাই/আলিম/স্বর্ণা)