ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোকে যথাসাধ্য সহায়তা দিতে ইচ্ছুক চীন: মুখপাত্র
2022-10-11 19:06:15

অক্টোবর ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোকে যথাসাধ্য ত্রাণসহায়তা দিতে ইচ্ছুক তাঁর দেশ।

মাও নিং বলেন, "ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং অন্যান্য দেশে সম্প্রতি ঘূর্ণিঝড় আঘাত হানে। বন্যা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। চীন ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। আমরা বিশ্বাস করি যে, সংশ্লিষ্ট দেশের সরকার ও জনগণ নিশ্চিতভাবে দুর্যোগ কাটিয়ে উঠবে এবং তাদের সুন্দর মাতৃভূমিকে দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করবে। চীন তার সামর্থ্যের মধ্যে দেশগুলোকে ত্রাণসহায়তা দিতে ইচ্ছুক।" (ইয়াং/আলিম/ছাই)