বিধিনিষেধ চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি থামাতে পারবে না: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-10-11 19:14:39


অক্টোবর ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি থামানো যাবে না।

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি ‌ও সরকার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়; উদ্ভাবনকে উন্নয়নের প্রাথমিক চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে; এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতাকে জাতীয় উন্নয়নের কৌশলগত দিক হিসাবে বিবেচনা করে।

মুখপাত্র বলেন, চীন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ক্রমাগত উন্নতি করছে। এ খাতে চীনের সঙ্গে বাকি বিশ্বের সহযোগিতা মানবজাতির জন্য কল্যাণকর। বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)