চীনের তিব্বত অঞ্চলে আবাসিক এলাকার পরিবেশ ব্যাপক উন্নত হয়েছে
2022-10-10 16:36:31

অক্টোবর ১০: গতকাল (রোববার) চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, ২০১২ সালে থেকে তিব্বতে নতুন ধরনের শহরায়নের কাজ শুরু হয়েছে। এর ফলে শহর ও জেলার গুণগতমানের উন্নয়ন হচ্ছে। এতে স্থানীয় আবাসিক এলাকার পরিবেশ ব্যাপক উন্নত হয়েছে।

 

গত ১০ বছরে তিব্বতের শহর ও জেলায় কাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। রাস্তার কাঠামো তৈরি হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতার শহর ও জেলার তাপ-ব্যবস্থা ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উন্নত হয়েছে, খাদ্য পানীয় জলের ব্যবস্থাপনায় বরাদ্দের পরিমাণ ৫০ বিলিয়ন ৫৪ কোটি ইউয়ান ছাড়িয়েছে, তিনটি নতুন শহর ও ২০টি জেলার জন্য তাপ-ব্যবস্থা তৈরি হয়েছে। গত ১০ বছরে তিব্বতে ৯৯টি শহর রাস্তা ও ৮টি সেতু তৈরি হয়েছে। এর মোট দৈর্ঘ্য ৩৫৬৪ কিলোমিটার।

 

তা ছাড়া, তিব্বতে ১৯৩৮টি টয়লেট নির্মাণ করা হয়েছে; যা ব্যবহার করা হচ্ছে। ২০২১ সালে তিব্বতি পশুপালকদের মাথাপিছু বাসস্থানের আয়তন ৪০.৬৩ বর্গমিটারে উন্নীত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)