কৃষি উৎপাদনের ক্ষমতা নতুন পর্যায়ে উন্নীত
2022-10-10 15:45:39

চীনা কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূলের লোকজন অনেক উত্সাহিত। অনেকে বলছেন, নিজের কাজের ভিত্তিতে সংহত হয়ে তারা মহান কংগ্রেসকে স্বাগত জানায়।

 

সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে গত ১০ বছরে, চীনের কৃষি উৎপাদনের ক্ষমতা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। খাদ্যশস্যের টানা কয়েক বছর ধরে ভাল ফলন হয়েছে। কৃষকদের আয় অনেক বেড়েছে। চলতি শরতকালে চিয়াং সি প্রদেশের পিং সিয়াং জেলার সিয়াং তোং অঞ্চলে হাজার হাজার হেক্টর ধান উত্পাদন হয়েছে। সান সি প্রদেশের গবেষকরা তৃতীয় জাতীয় খাদ্যশস্যের প্রজাতি নিয়ে জরিপ চালাচ্ছেন।

 

সিয়াং তোং অঞ্চলের পাই শাং উপজেলার চাষি কাও সিয়াও নিয়ান বলেন, চীন ব্যাপকভাবে উচ্চ মানের কৃষি-ক্ষেত উন্নয়ন করেছে। তাতে বড় চাষিদের ক্ষেতে যান্ত্রিকী-করণ ও স্মার্টনেস বাস্তবায়ন করেছে। সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস আসছে। প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে আমাদের কৃষি উত্পাদন অধিক উন্নত হবে এবং আমাদের জীবন আরও সুন্দর হবে বলে আমি আশা করি।

 

শান সি কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন খাদ্যশস্য সম্পদ কেন্দ্রের উপপরিচালক ছিন হুই বিন বলেন, বীজ সম্পদের গবেষক হিসেবে আমাদের সুষ্ঠু বীজ জরিপ ও সংগ্রহকাজ ভালভাবে চালাতে হবে, যাতে আধুনিক বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি উন্নয়নে সহায়ক হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে চীনের বীজের মাধ্যমে চীনাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় বলে আমরা বিশ্বাস করি।

 

জনগণকে আরও কল্যাণ ও সুখ দিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হেই লুং চিয়াং প্রদেশের চি তোং শহরে কয়লা খনির দূষণ থেকে রক্ষা করে স্থানীয়দের জীবনের পরিবেশ ও গুণগত মান উন্নত করার চেষ্টা চলছে। চীনের চ্য চিয়াং প্রদেশের চিন হুয়া শহরে সাংস্কৃতিক পরিষেবার বৃত্ত বাড়ার ফলে স্থানীয়রা জীবন উপভোগ করছেন।  চিন হুয়া শহরের বাঈ বি হান বলেন, গত কয়েক বছর ধরে বাড়ী থেকে বের হলে বই পড়ার স্থানে যেতে মাত্র দশ মিনিট লাগ। মানুষের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। আমাদের জীবন আরও সমৃদ্ধ হয়েছে। সিপিসি’র ২০তম কংগ্রেসকে স্বাগত জানাই। আমরা প্রত্যাশা করি যে দেশ আরও শক্তিশালী, সংস্কৃতি আরও সমৃদ্ধ এবং মানুষে আরও আধ্যাত্মিক হবে।

 

নতুন যুগের নতুন যাত্রায় সবাই মনোযোগ দিয়ে পরিশ্রম করছে। তারা বাস্তব অভিযানের মাধ্যমে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসকে স্বাগত জানাচ্ছেন।

 

হংকংয়ের তরুণ সুন হোং রুই বলেছেন, হংকং ও ম্যাকাও-এর আরও বেশি তরুণেরা কুয়াংতোং-হংকং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চলে কাজ করতে আসছে। এ অঞ্চল আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

 

তিনি বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে এ অঞ্চলে আরও ব্যাপক উন্নয়ন সাধিত হবে। চীনা জাতির পুনরুত্থানে নিজের ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন সুন হোং রুই।

 

 

রুবি/এনাম