ক্রিমিয়া সেতু বিস্ফোরণ ছিল ইউক্রেনের পরিকল্পিত ‘সন্ত্রাসী হামলা’: পুতিন
2022-10-10 10:51:04


অক্টোবর ১০: সিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (রোববার) ক্রিমিয়া সেতু বিস্ফোরণের বিষয়ে তদন্তের পর জানান, ৮ তারিখে ক্রিমিয়া সেতু বিস্ফোরণ ইউক্রেনের গোয়েন্দা বিভাগের পরিকল্পনায় পরিচালিত হয়েছে। যা ‘বেসামরিক অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত সন্ত্রাসী হামলা’। 


রুশ প্রেসিডেন্ট ভবনের খবরে বলা হয়, রুশ কর্মকর্তা এদিন প্রেসিডেন্ট পুতিনকে ক্রিমিয়া সেতু বিস্ফোরণ প্রসঙ্গে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। তিনি বলেন, এবারের বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করা হয়েছে।


গত শনিবার ক্রিমিয়া সেতুতে একটি ট্রাক বিস্ফোরণ হয়। এতে সেতুর কিছু অংশ ধ্বংস হয় এবং ৩জন নিহত হয়।


ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেতুটি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তবে, বিস্তারিত কিছু জানা যায় নি।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)