জাপানে কিশিদা সরকারের পক্ষে জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে
2022-10-10 17:03:14

অক্টোবর ১০: গতকাল (রোববার) কিয়োডো নিউজের প্রকাশিত সর্বশেষ জনমত জরিপ অনুসারে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকারের পক্ষে জনসমর্থন ৩৫ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসের চেয়ে ৫.২ শতাংশ পয়েন্ট কম।

৪ঠা অক্টোবর ছিল প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার শপথগ্রহণের প্রথম বার্ষিকী। এ প্রেক্ষাপটে, ৮ ও ৯ অক্টোবর কিয়োডো নিউজ একটি জাতীয় টেলিফোন জনমত জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৮.৩ শতাংশ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেন, যা আগের মাসের তুলনায় ১.৮ শতাংশ পয়েন্ট বেশি।

জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ে অসন্তুষ্ট। সাম্প্রতিক কালে, ইয়েনের অবমূল্যায়ন এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জাপানের বাজারে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, পানি, বিদ্যুত এবং গ্যাসের দাম বিভিন্ন মাত্রায় বেড়েছে। (ইয়াং/আলিম/ছাই)