চীনের দ্বিতীয় মহাকাশ-গবেষণাগারে প্রোপেল্যান্ট সংযুক্তির কাজ সম্পন্ন
2022-10-10 17:02:05

অক্টোবর ১০: আজ (সোমবার) সকালে, চীনের মহাকাশকেন্দ্রের জন্য নির্মিত, দ্বিতীয় মহাকাশ-গবেষণাগার ‘মেংথিয়ান’-এ প্রোপেল্যান্ট সংযুক্তির কাজ সম্পন্ন হয়। চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

কার্যালয় জানায়, মহাকাশ-গবেষণাগারটি মহাকাশে পাঠানোর জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। চলতি মাসেই এটি লংমার্চ-৫বি পরিবাহক-রকেটের সাহায্যে মহাকাশকেন্দ্রে পাঠানো হবে।

মেংথিয়ান মহাকাশ-গবেষণাগারের দৈর্ঘ্য প্রায় ১৭ মিটার, ব্যাস ৪ মিটার, এবং ওজন ২০ মেট্রিক টনের বেশি। এর আগে গত ২৪ জুলাই, প্রথম মহাকাশ-গবেষণাগার ‘ওয়েনথিয়ান’ মহাকাশে পাঠানো হয়। সেটি বর্তমানে মহাকাশকেন্দ্র ‘থিয়ানকুং’-এর সাথে সংযুক্ত আছে। (ইয়াং/আলিম/ছাই)