অক্টোবর ১০: চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাতে ব্যাপক প্রত্যাশা প্রকাশ করেছেন চীনের তৃণমূলের লোকজন। অনেকে বলছেন, নিজের কাজের ভিত্তিতে চীনের সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনে আরও ভূমিকা রাখতে চান তারা।
সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে গত এক দশকে চীনের নানা খাতে অনেক পরিবর্তন হয়েছে। চীনের চ্য চিয়াং প্রদেশের তে ছিং জেলার সিন শি উপজেলার পরিবেশগত সৌন্দর্য অনেক পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ উপজেলায় প্রাকৃতিক পরিবেশ, ওয়াটার টাউন, সাংস্কৃতিক পর্যটন, পরিবহন এবং পরিষেবাসহ পাঁচটি উপাদানকে কেন্দ্র করে স্থানীয় সৌন্দর্য তৈরি অব্যাহত রয়েছে। ইয়া চি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ প্রাচীন ছোট টাউনে নতুন প্রাণশক্তি দেখা দিয়েছে।
চ্য চিয়াং প্রদেশের হু চৌ শহরের তে ছিং জেলার সিন শি উপজেলার চিয়া ইউয়ান গ্রামবাসী স্যু হাও বলেছেন, গত দশ বছরে আমাদের গ্রামে ব্যাপক পরিবর্তন ঘটেছে। গ্রামীণ পরিবেশ নতুন রূপ নিয়েছে। সবার জীবনের মান অনেক উন্নত হয়েছে। যার ফলে অধিকতর তরুণ গ্রামে কাজ করতে ফিরেছেন।
আন হুই প্রদেশের সুই শি জেলার রেন স্যু গ্রামের ছোট আঙ্গুর স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হয়েছে। এ গ্রামে ২০ হেক্টরের আঙ্গুর বাগান রয়েছে। যার উৎপাদনের পরিমাণ ৬ লাখ কেজির বেশি। বার্ষিক আয়ের পরিমাণ ৭০ লাখ ইউয়ান ছাড়িয়েছে। স্থানীয় ১০০ জনেরও বেশি গ্রামবাসী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এখানে।
আন হুই প্রদেশের হুয়াই পেই শহরের গ্রামে মোতায়েনরত অষ্টম দলের সদস্য হৌ শি চিন বলেন, এখানকার পরিবেশ আরও সুন্দর এবং শিল্প আরও বৈচিত্র্যপূর্ণ হয়েছে। জনসাধারণের অধিকতর সুন্দর জীবন কাটাচ্ছেন। আমাদের দল অব্যাহতভাবে শুরুর কথা ভুলে না গিয়ে গ্রামটিকে বাসযোগ্য, কর্মযোগ্য ও পর্যটনের জন্য উপযোগী স্থানে পরিণত করে যাবে এবং বাস্তব কার্যক্রমের মাধ্যমে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের আয়োজনকে স্বাগত জানাবে।
সংস্কার ও উন্নয়নের সাফল্য জনসাধারণকে ভোগ করার সুযোগ দিতে হবে। চীনের চিয়াং সি প্রদেশের না ছাং শহরের বেশ কয়েকটি পুরনো কমিউনিটির পুনর্বাসনের কাজ সম্পন্ন হয়েছে। ২০১৯ সাল থেকে প্রদেশটি ২০০০ সালের আগে নির্মিত কমিউনিটির সংস্কার করেছে। গত তিন বছরে ৩,৫০০ কোটি ইউয়ান অর্থবরাদ্দে ৪,৫৩১টি পুরনো কমিউনিটি পুনর্বাসন করা হয়েছে। তাতে ১৩ লাখ ৬৫ হাজার ৮শ পরিবার লাভবান হয়েছে। সংস্কারের পর সে কমিউনিটিগুলোতে পরিবেশ সুন্দর হয়েছে, পার্কিংসহ নানা ব্যবস্থা বেড়েছে। স্থানীয় বাসিন্দারা আরও সুখী ও নিরাপদ বোধ করছেন।
সি চিয়াং প্রদেশের নান ছাং শহরের সি হু অঞ্চলের বাসিন্দা কান সিয়াও চিং বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে চীন দৃষ্টিকাড়া অগ্রগতি অর্জন করেছে। জনসাধারণ তাতে ব্যাপক উপকৃত হয়েছে। আমাদের পুরনো কমিউনিটি সংস্কারের পর উদ্যানের মতো বাসস্থানে পরিণত হয়েছে। কমিউনিটি থেকে বের হলেই সামনের পার্কে যাওয়া যায়। বর্তমানে সাবওয়ে ব্যবস্থাও চালু হয়েছে। জীবনের মান অনেক উন্নত হয়েছে। আসন্ন সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস খুব প্রত্যাশাময়। এ কংগ্রেসের পর আমাদের দেশে আরও বিস্ময়কর উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি।
সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের প্রতি অনেকে তাদের আশা ব্যক্ত করেছেন। তারা উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করতে আরও উত্সাহিত।
ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের রেডার প্রযুক্তি ও অ্যাপলিকেশন পরীক্ষাগারের মহাপরিচালক হুয়াং পিং পিং বলেছেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে আমরা প্রযুক্তিগত গবেষণার নীতি-বিধির সুবিধা ভোগ করতে পেরেছি। প্রেসিডেন্ট সি চিন পিং আমাদের প্রযুক্তিগত উদ্ভাবনের চূড়ায় পৌছাতে উত্সাহিত করেছেন। সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন যাত্রায় আমরা উচ্চ পর্যায়ের প্রযুক্তির আত্মনির্ভরশীলতা বাস্তবায়ন করতে যথার্থ প্রচেষ্টা
চালাবো।
হ্য নান প্রদেশের ইয়ু চৌ শহরের মো চিয়ে উপজেলার মা থোং গ্রামে সিপিসি’র সম্পাদক চাং চিয়ান ওয়েই বলেছেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে গ্রাম পুনরুজ্জীবিত করতে আমরা আস্থাবান। আমরা এ কাজ এগিয়ে নিতে সর্বাধিক প্রচেষ্টা চালাবো। যাতে জনসাধারণের জীবন আরও সুন্দর হবে।
(রুবি/এনাম)