বিগত দশ বছরে চীনে পেটেন্টের বার্ষিক গড় প্রবৃদ্ধি ১৩.৮ শতাংশ
2022-10-10 16:57:43

অক্টোবর ১০: ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত, বিগত দশ বছরে, চীনে বছরে গড়ে পেটেন্ট আবেদন অনুমোদনের সংখ্যা বেড়েছে ১৩.৮ শতাংশ করে। চীনের জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর উপ-মহাপরিচালক হু ওয়েনহুই গতকাল (রোববার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিগত দশ বছরে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাড়ে ৩৯ লাখ পেটেন্ট অনুমোদন করেছে। একই সময়কালে কার্যকর ট্রেডমার্ক নিবন্ধিত হয়েছে সাড়ে ৩ কোটিরও বেশি।

উল্লেখ্য, বিশ্ব মেধাস্বত্ব সংস্থার প্রকাশিত সর্বশেষ ‘বৈশ্বিক নব্যতাপ্রবর্তন সূচক, ২০২২’ অনুসারে, চীনের অবস্থান বিশ্বে ২০১২ সালের ৩৪তম থেকে ২০২২ সালে ১১তম স্থানে উন্নীত হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)