হাইতিতে পেশাদার আন্তর্জাতিক বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব
2022-10-10 10:39:59

অক্টোবর ১০: গতকাল (রোববার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সমাজের প্রতি হাইতির মানবিক সংকট মোকাবিলা করার জন্য জরুরিভাবে একটি পেশাদার আন্তর্জাতিক বাহিনী পাঠানোর আহ্বান জানান।

 

মহাসচিবের মুখপাত্র এদিন বলেন, হাইতি পরিস্থিতির ওপর মহাসচিবের কঠোর নজর রয়েছে। তিনি নিরাপত্তা পরিষদের সদস্যসহ আন্তর্জাতিক সমাজকে হাইতি সরকারের অনুরোধ বিবেচনা করে, পানীয় জল, জ্বালানি, খাদ্য ও চিকিত্সা সরঞ্জামের অবাধ পরিবহন নিশ্চিত করা-সহ অবিলম্বে দেশটিতে পেশাদার আন্তর্জাতিক বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)