নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণে ইউরোপে জ্বালানি-সংকট গুরুতর হবে: রিপোর্ট
2022-10-10 19:22:09


অক্টোবর ১০: সুইডেনের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো সম্প্রতি বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাসংক্রান্ত তদন্ত-রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, এটি একটি নাশকতামূলক কাজ হবার সম্ভাবনা বেশি।

রিপোর্টে বলা হয়, ইউক্রেন ইস্যুর পর ইউরোপের জ্বালানি-সংকট আগেই তীব্র আকার ধারণ করেছিল। এখন পাইপলাইনে বিস্ফোরণের ফলে সে সংকট তীব্রতর হতে যাচ্ছে।

এদিকে, বিস্ফোরণের জন্য দায়ী হিসেবে একাধিক পক্ষের নাম আসছে। পোল্যাণ্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মিডিয়ায় ঘটনার পরপরই এক পোষ্টে লিখেছেন: ধন্যবাদ, যুক্তরাষ্ট্র। পোস্টে তিনি নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণসংশ্লিষ্ট ছবিও সংযুক্ত করেছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)