রোববারের আলাপন-এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় বাংলাদেশের
2022-10-09 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং তৌহিদ।


আকাশ: বন্ধুরা, এ কয়েক দিনে বেইজিংয়ে একটানা বৃষ্টি হয়েছে, তাপমাত্রা অনেক কমেছে। আগের কয়েক দিনের গরম আবহাওয়া একেবারে শেষ হয়েছে। আজ আবহাওয়া অনেক আরামদায়ক। অনেকে পার্কে গিয়ে খেলাধুলা করছেন বা হাইকিং করছেন। ভাই, আজ আকাশ অনেক পরিস্কার ও সুন্দর। আপনি আমাকে শিখিয়েছেন, এ ধরনের সময় বলতে পারি ‘আকাশ অনেক ভাল’, আমি ঠিক বলেছি ভাই? আপনি এ আবহাওয়া পছন্দ করেন কি?

তৌহিদ:...

আকাশ: এমন সুন্দর আবহাওয়ায় আবার উত্তরার কথা আমার মনে পড়ে। যখন আজের মত আকাশ ভালের দিনে, অনেকে উত্তরার বৃহত্তম পার্কে গিয়ে ওখানে ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো বা jogging করতো। সবাই অনেক উপভোগ করছে সুন্দর আবহাওয়া। বিশেষ করে ক্রিকেট খেলা, অনেকে অত্যন্ত উপভোগ করছেন। আমি একবার একটি আনুষ্ঠানিক ক্রিকেট খেলা দেখেছি ঔ উত্তরার সবচেয়ে বড় পার্কে। তা বিমানবন্দরের আশেপাশে, হয়ত আপনিও ওখানে গিয়েছেন, তাই না? তখন আমি ক্রিকেট খেলার শক্তি অনুভব করতে পেরেছি। এ ছাড়া কুয়াং চৌ এশিয়া গেমসের সময়, তখন বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের ইতিহাসের প্রথম এশিয়া গেমসের স্বর্ণপদক জয় করেছিল। তখন আমিও ছিলাম মাঠে তাদের সাথে। এটা হচ্ছে ক্রিকেট সম্পর্কিত আমার স্মৃতি। ভাই, ক্রিকেট সম্পর্কে আপনার বা আপনার ছোটবেলার কোনো স্মৃতি আছে কি? 


তৌহিদ:...


বন্ধুরা, ক্রিকেট আমাদের বাংলাদেশীর জন্যও অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খেলা। এখন আমরা এ সম্পর্কিত একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন? 


সম্প্রতি এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ক্রিকেট ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটদল। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল থাইল্যান্ড। ১৬ রানে ২ উইকেট হারালেও একটা সময় মোটামুটি ভালো অবস্থানে ছিল দলটি। ১২তম ওভারে ২ উইকেটে ছিল ৫৪ রান।


সেখান থেকে আর ২৮ রান যোগ করতেই থাইল্যান্ডের বাকি ৮ উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন পানিথা মায়া, ওপেনার নাথাকাম চানথামের ব্যাট থেকে আসে ২০ রান। ছোট লক্ষ্য তাড়া করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৫২ রান তোলেন দুই ওপেনার শামীমা সুলতানা আর ফারজানা হক।


আকাশ: আশা করি বাংলাদেশ ক্রিকেট দল এবারের এশিয়া কাপে ভাল ফলাফল পেতে পারবে এবং বাংলাদেশের জনগণের জন আনন্দ বয়ে আনতে পারবে।  তৌহিদ ভাই, আপনি কি বলেন?