সুব্রত কুমারের সাক্ষাত্কার
2022-10-09 17:34:46

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন সুব্রত কুমার। তিনি চীনের ‘নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস’-থেকে গ্রাফিক ডিজাইনের ওপর মাস্টার্স করেছেন। তিনি ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের সেরা বিদেশী শিক্ষার্থী হিসেবে সম্মাননা এবং ২০২২ সালে সেরা গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেয়েছেন।  

 

সুব্রত কুমার ২০২১ সালে  ‘নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস’- এ একক শিল্পকর্ম প্রদর্শনীসহ বিভিন্ন সময়ে জাতীয়  ও আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নিয়েছেন এবং শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। এ ছাড়াও আমেরিকার একটি স্বনামধন্য আর্ট ম্যাগাজিনে তাঁর শিল্পকর্ম প্রকাশিত হয়েছে।  

 

অতীতে তিনি ‘নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস’-এর শিক্ষার্থীদের সংগঠন ‘ডিজাইন ক্লাব’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চীনে বসবাসরত বাংলাদেশী পেশাজীবি এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন’-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক  হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। চীনের শিল্প-সংস্কৃতি এবং ঐতিহ্যের  প্রতি রয়েছে তাঁর ব্যাপক আগ্রহ। বর্তমানে তিনি বাংলাদেশে উত্তরা ইপিজেডের একটি স্বনামধন্য চায়নিজ প্রতিষ্ঠান “ম্যাজেন” কোম্পানিতে ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছেন। চলুন, কথা বলি তাঁর সঙ্গে।