ক্রাইমিয়া সেতু সুরক্ষাব্যবস্থা জোরদারের আদেশ দিলেন পুতিন
2022-10-09 18:51:36

অক্টোবর ৯: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (শনিবার) রুশ ফেডারেল নিরাপত্তা ব্যুরোকে ক্রাইমিয়া সেতুসহ বিভিন্ন অবকাঠামো সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থা আরও জোরদার করার আদেশ দেন। রুশ প্রেসিডেন্টের তথ্য ব্যুরো এদিন এ কথা জানায়।

এদিকে, রুশ উপপ্রধানমন্ত্রী মারাত হুসনুলিন একই দিন রাতে জানান, ক্রাইমিয়া সেতুর রেলপথ অংশ পুনরায় চালু হয়েছে। এখন পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। তবে, সেতুর হাইওয়ে অংশের মাত্র একটি লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় লেনটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা হবে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ইউরোপের দীর্ঘতম সেতু ‘ক্রাইমিয়া সেতু’ ট্রাকবোমা বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বিস্ফোরণে সেতুর সড়কপথের একটি অংশ ধসে পড়ে এবং রেলপথ অংশে একটি তেলবাহী ট্রেনে আগুন ধরে যায়। সেতুটি রাশিয়ার মূল ভূখণ্ডকে ক্রাইমিয়ার সঙ্গে যুক্ত করেছে। (ছাই/আলিম//স্বর্ণা)