চীন বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিতে আরও বেশি ইতিবাচক শক্তি যোগাবে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-10-09 19:03:53


অক্টোবর ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (রোববার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বিগত দশ বছরে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের অবদান ব্যাখ্যা করেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতির প্রবল, অবিরাম, ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল প্রবৃদ্ধিতে আরও বেশি ইতিবাচক শক্তি যোগাবে চীন।

মুখপাত্র মাও বলেন, বিগত দশ বছরে চীনা অর্থনীতির গড় প্রবৃদ্ধি ছিল ৬.৬ শতাংশ, যা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে সর্বোচ্চ। একই সময়ে বিশ্বের গড় প্রবৃদ্ধি ছিল ২.৬ শতাংশ এবং উন্নয়নশীল দেশগুলোর গড় প্রবৃদ্ধি ছিল ৩.৭ শতাংশ।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের গড় অবদান ৩৮.৬ শতাংশে পৌঁছেছে, যা জি-সেভেনের মোট হারের চেয়ে বেশি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)