যুক্তরাষ্ট্র সিরিয়ার তেল অবৈধভাবে পাচার করছে, যা দস্যুতামূলক আচরণ: সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-10-09 16:09:55


অক্টোবর ৯: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র সিরিয়ার তেল অন্যদেশে পাচার করছে, যা পুরোপুরি দস্যুতামূলক আচরণ। এহেন আচরণ আন্তর্জাতিক আইন ও ‘জাতিসংঘ সনদের’ লঙ্ঘন।

মন্ত্রণালয় জানায়, মার্কিন সৈন্যরা সিরিয়ার তেল ইরাকের উত্তরাঞ্চলে পাচার করছে। এ যেন সেকেলে ঔপনিবেশিক যুগে ফিরে যাওয়ার অপচেষ্টা।

এদিকে, সিরিয়ার তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত, সিরিয়ায় মার্কিন সৈন্যদের অবৈধ মোতায়েন এবং তেল পাচারের কারণে ১০৭.১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই )