জাপানে বছরের প্রথমার্ধে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে
2022-10-09 17:46:06

অক্টোবর ৯: জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্যানুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে, গত বছরের একই সময়ের তুলনায়, ১৭ থেকে ৪৬ হাজার অতিরিক্ত মানুষ মারা গেছে।

জাপানের কিয়োডো নিউজ গতকাল (শনিবার) জানায়, চলতি  বছরের প্রথমার্ধে জাপানে মোট মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৭ লাখ ৭৭ হাজার, যার মধ্যে ১২ হাজার ৮০০ জনের বেশি কোভিডের কারণে মারা যান।

বিশেষজ্ঞদের মতামতের বরাত দিয়ে কিয়োডো নিউজ আরও বলেছে, চলতি বছরের প্রথমার্ধে কোভিড-১৯-এর কারণে প্রত্যক্ষ মৃত্যুর পাশাপাশি, হাসপাতালে অতিরিক্ত রোগী থাকার কারণে সময়মতো চিকিত্সা না-পেয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। তা ছাড়া, জীবনযাত্রার অভ্যাসের পরিবর্তন, কোভিড-১৯ মহামারীতে পরোক্ষ মৃত্যু, আর্থিক কষ্টের কারণে আত্মহত্যা, ইত্যাদি কারণও রয়েছে। (ইয়াং/আলিম/ছাই)