‘নর্ড স্ট্রিম’ পাইপলাইন বিস্ফোরণের পর মার্কিন অনুসন্ধান-বিমান কাছাকাছি অবস্থান করছিল: রয়টার্স
2022-10-09 18:52:35

অক্টোবর ৯: ‘রাইটার বক্স’ নামের একটি মার্কিন পেশাদার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ‘নর্ড স্ট্রিম’  পাইপলাইন বিস্ফোরিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একটি মার্কিন অনুসন্ধান-বিমানকে একাধিকবার কাছাকাছি অঞ্চলে দেখা যায়। সম্প্রতি রয়টার্সের এক খবরে এ কথা বলা হয়েছে।

মার্কিন ‘রাডার বক্স’ ওয়েবসাইট ও সুইডিশ ‘ফ্লাইট রাডার ২৪’ ওয়েবসাইট থেকে দেওয়া অসম্পূর্ণ সার্কিট মানচিত্র অনুসারে রয়টার্স এ মার্কিন সামরিক অনুসন্ধান-বিমানের গতিপথ এঁকেছে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর ইউরোপ-আফ্রিকা সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, সামরিক বিমানটি বাল্টিক সাগরের উপর আকাশসীমায় একটি রুটিন রিকনেসান্স ফ্লাইট সম্পাদন করছিল। নর্ড স্ট্রিম পাইপলাইন দুর্ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নাই। (ছাই/আলিম/স্বর্ণা)