অস্ট্রেলিয়ার থিংক ট্যাঙ্ক’র মিথ্যা রিপোর্ট খণ্ডন করেছে চীন
2022-10-09 11:22:16

অক্টোবর ৯: অস্ট্রেলিয়ার একটি থিংক ট্যাঙ্ক সলোমন দ্বীপপুঞ্জ ও চীনকে জড়িয়ে যে ‘মিথ্যা’ রিপোর্ট প্রকাশ করেছে- তা খণ্ডন করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

 

গতকাল (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, কে মিথ্যাচার করছে এবং কে আন্তরিকতার সঙ্গে দ্বীপ দেশের উন্নয়নে সাহায্য করছে, বিশ্বাস করি, সবাই স্পষ্টতই দেখতে পারছেন। ভিত্তিহীন এবং ইচ্ছাকৃত উস্কানি কোনোভাবেই কার্যকর হবে না।

মুখপাত্র আরও বলেন, চীন ও সলোমন দ্বীপপুঞ্জের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩ বছর পর চীন বরাবরই পারস্পরিক সম্মান, সমতার ভিত্তিতে আচরণ, পারস্পরিক কল্যাণকর, উন্মুক্ত ও সহনশীল নীতি মেনে চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিয়ে আসছে। ফলে বাস্তব সাফল্যও অর্জিত হয়েছে এবং স্থানীয় জনগণের জন্য বাস্তব কল্যাণ সৃষ্টি হয়েছে। এটিই হলো চীনের প্রতি সলোমন দ্বীপপুঞ্জের জনগণের জানাশোনা আরও ইতিবাচক হয়ে এবং দু’দেশের মৈত্রী অব্যাহতভাবে গভীরতর হওয়ার প্রধান কারণ।

 লিলি/এনাম/রুবি