চীনে থাকা জাপানি রাসায়নিক অস্ত্রের দ্রুত ধ্বংস চায় বেইজিং
2022-10-09 10:03:44

অক্টোবর ৯: গতকাল (শনিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীনে থাকা জাপানের বাকি রাসায়নিক অস্ত্রসমূহের ধ্বংস পরিকল্পনা তিনবারের মতো ওভারভিউ হয়েছে এবং চতুর্থবারের সময়সীমাও ঘনিয়ে আসছে।

 

এমতাবস্থায় জাপানের সংশ্লিষ্ট আচরণে দু’দেশের জনগণ এবং আন্তর্জাতিক সমাজ অসন্তুষ্ট। জাপানকে তার প্রতিশ্রুতি মেনে চলে সার্বিক, সম্পূর্ণ ও সঠিক পরিকল্পনা তৈরির তাগিদ দেয় বেইজিং।

 

জানা গেছে, গত ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা সংস্থার ১০১তম নির্বাহী পরিষদের অধিবেশন আয়োজিত হয়েছে। অধিবেশনে চীন ও জাপানের উত্থাপিত ২০২২ সালের পর চীনে অবশিষ্ট জাপানি রাসায়নিক অস্ত্র ধ্বংসের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে।

 

এ সম্পর্কে চীনা মুখপাত্র মাও বলেন, এ অনুমোদন থেকে বোঝা যায়, চীনে থাকা জাপানি রাসায়নিক অস্ত্রের ধ্বংসের ওপর গুরুত্ব দেয় আন্তর্জাতিক সমাজ। এসব রাসায়নিক অস্ত্র জাপানি সামরিকবাদের চীনে আগ্রাসনের গুরুতর অপরাধের অন্যতম, তা দীর্ঘকাল ধরে চীনের সংশ্লিষ্ট এলাকার জনগণের জীবন ও প্রাকৃতিক পরিবেশের জন্য বড় হুমকি। জাপানকে এসব অস্ত্র ধ্বংসের নতুন পরিকল্পনা করতে হবে। (সুবর্ণা/এনাম/রুবি)