চীনে জ্বালানী হিসেবে কয়লার ব্যবহার কমেছে
2022-10-09 10:49:51

অক্টোবর ৯: গতকাল (শনিবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে চীনের জিডিপিতে জ্বালানীর ব্যবহার ২০১২ সালের মোট পরিমাণের চেয়ে ২৬.৪ শতাংশ কমে বার্ষিক ৩.৩ শতাংশে নেমে এসেছে। তার মানে প্রায় ১৪০ কোটি টন স্ট্যান্ডার্ড কয়লার জ্বালানী কম ব্যবহার করা হয়েছে।

 

প্রতিবেদনে দেখা গেছে, চীনের জ্বালানী উত্পাদন কাঠামো দ্রুততার সাথে পরিবর্তিত হয়ে দূষিত জ্বালানীর দখল হার ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। জ্বালানী উত্পাদন কাঠামোয় প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ এবং নতুন শক্তির বিদ্যুৎ উত্পাদনসহ দূষণমুক্ত জ্বালানীর দখলের হার ধারাবাহিকভাবে উন্নত হয়েছে।

 

এসময়ে জ্বালানী পণ্যভোগের বিশুদ্ধ নিম্ন-কার্বনও দ্রুত বেড়েছে। মাথাপিছু জ্বালানী ব্যবহারের মান অব্যাহতভাবে উন্নত হয়েছে।

 

(প্রেমা/এনাম/রুবি)