শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করছেন বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা
2022-10-09 19:07:39

ঢাকা, অক্টোবর ৯: বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব- শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব আজ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে দিনটি। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।

মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো এবং মাসব্যাপী কঠিন চীবর দান (ভিক্ষুদের গেরুয়া রংয়ের বস্ত্র প্রদান অনুষ্ঠান)।

প্রবারণা পূর্ণিমা উদযাপনে বাংলাদেশ বুড্ডিষ্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে বুদ্ধপূজা, শীল গ্রহণ, অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান, পবিত্র ত্রিপিটক পাঠ ও আলোচনা সভা। পাশাপাশি রয়েছে প্রদীপ পূজা, আলোকসজ্জা ও ফানুস ওড়ানোর আয়োজন।

এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মহামতি গৌতম বুদ্ধের মহৎ শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

হাশিম/শান্তা