‘শান্তিপূর্ণ পুনর্মিলন’ ও ‘এক দেশ, দুই ব্যবস্থা’ আরও বেশি বিদেশি বুঝবেন: চীনের আশাবাদ
2022-10-09 19:07:13

অক্টোবর ৯: বেইজিং আশা করে, আরও বেশি বিদেশি চীনের ‘শান্তিপূর্ণ পুনর্মিলন’ ও ‘এক দেশ, দুই ব্যবস্থা’ ধারণা বুঝবেন ও সমর্থন করবেন। তাইওয়ান সম্পর্কে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে আজ (রোববার) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা ও অশান্তির বর্তমান উত্স হল ডিপিপি কর্তৃপক্ষের বিচ্ছিন্নতাবাদী আচরণ ও বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ। শুধুমাত্র দৃঢ়তার সাথে তাইওয়ানকে চীনের মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিয়ে এবং বাইরের শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যেতে পারে। (ইয়াং/আলিম/ছাই)