নারী উদ্যোক্তাদের শরৎ উৎসব
2022-10-09 19:10:33

ঢাকা, অক্টোবর ০৯ : শরৎ মানে শুভ্রতা আর নীলের ছড়াছড়ি। এই ঋতুকে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানীর ধানমণ্ডির একটি মিলনায়তনে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয় শরৎ মেলার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জনের বেশি নারী উদ্যোক্তা এতে অংশ নেন।

বাহারী রঙের পোশাক, গয়নাগাটি ও প্রসাধনী সামগ্রিসহ খাবারের আয়োজন। মেলায় উদ্যোক্তারা বিভিন্নভাবে সাজিয়ে তোলেন তাদের ছোট ছোট স্টল।  ছিল বাহারি সব আয়োজন। উৎসবমুখর পরিবেশে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে মেলা প্রাঙ্গন।  

তবে এ মেলায় অংশ নেয়া বেশির ভাগ উদ্যোক্তোই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন। আর যারা অনলাইনে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন তাদের পরিচিতি বেশি।  তাই তাদের বেচাকেনাও অন্যদের তুলনায় বেশি বলে চীন আন্তর্জাতিক বেতারকে জানান মেলায় অংশ্রগহণকারী বেশ কয়েকজন উদ্যোক্তা। 

নারীদের সুযোগ তৈরিতে এই মেলা কিছুটা সহায়ক হতে পারে বলে মনে করেন আয়োজক হুর নসরাত এর স্বত্বাধিকারী নুসরাত আকতার লোপা। অক্টোবরের ৭ ও ৮ তারিখ দুই দিনব্যাপী চলে এই শরৎ মেলা।

ঐশী/শান্তা

ছবি: সিএমজি বাংলা