চিয়াং মেইছি
2022-10-09 13:38:44

চিয়াং মেইছি হলেন হাক্কা জাতির মানুষ। তিনি ১৯৮০ সালের ১৪ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের থাওইউয়ান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের একজন গায়িকা ও সুরকার।

৯৯৮ সালে তিনি এমটিভি চ্যানেলের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান লাভ করেন। পরে বিখ্যাত গীতিকার, সঙ্গীত প্রযোজক ও সঙ্গীত ব্যবস্থাপক ইয়াও ছিয়ানের সুপারিশে তিনি তাইওয়ানের দ্যা ভার্জিন রেকর্ড লেবেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৯৯ সালে তিনি প্রথমবারের মতো অ্যালবাম প্রকাশ করার পর ১১তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পী পুরস্কার জিতেন। একই বছর তিনি তাঁর দ্বিতীয় অ্যালবাম “দ্বিতীয় চোখের সৌন্দর্য” প্রকাশ করেন। ২০০২ সালে তিনি “আর মাত্র একবার” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত “টোকিও টাওয়ারের সুখ” গানটি দিয়ে তিনি দশম সিঙ্গাপুর  হিট অ্যাওয়ার্ডসে সেরা পরিবেশনা গায়িকা ফাইনালিস্টে পুরস্কার জিতেন।

 

২০০০ সালে চিয়াং মেইছি তাঁর তৃতীয় অ্যালবাম “ফিসফিস” প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান “দু’হাতের ভদ্রতা” জাপানের মিসোরা হিবারি’র একটি বিখ্যাত গানের কভার সংস্করণ। তখন তাঁর কোম্পানির সিদ্ধান্ত ছিল, অ্যালবামের বিক্রয় পরিমাণ ১ লাখ না ছাড়ালে, তাঁর সঙ্গে চুক্তি শেষ হবে। কিন্তু চিয়াং মেইছি চমৎকার উপস্থাপনা দিয়ে সাফল্যের সঙ্গে ১ লাখ কপি বিক্রি করেন এবং রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি অব্যাহতভাবে রাখেন। 

 

২০০১ সালের অগাস্টে চিয়াং মেইছি তাঁর চতুর্থ অ্যালবাম “মনে রাখি” প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত ও প্রধান গান তাইওয়ানের একটি টিভি নাটকের থিম সং হিসেবে বাছাই করা হয়। অন্য একটি গান “কেন তুমি এখানে নেই?” একটি প্রতিমা নাটকের থিম সং-এ পরিণত হয়েছে। 

 

চিয়াং মেইছি অনেক টিভি নাটক বা চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। “আমি তোমাকে খুব ঈর্ষা করি” এর মধ্যে অন্যতম। এটি ছিল ২০০০ সালে তাইওয়ানের একটি রোমান্টিক নাটকের থিম সং এবং পাশাপাশি তাঁর “সুন্দর কিন্তু একাকী” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত গান। 

 

২০১৮ সালের ডিসেম্বরে চিয়াং মেইছি এবং তাঁর সম্মানিত শিক্ষক ইয়াও ছিয়ান দশ বছর পর আবার সহযোগিতা করে নতুন অ্যালবাম “আমরা সবাই গানের মানুষ” প্রকাশ করেন। সঙ্গীত ও গানের মাধ্যমে জীবনযাপন ও গল্প রেকর্ড করা হয়। প্রত্যেক মানুষের নিজের গান আছে। কোন কোন গান ভিন্ন সময় চিয়াং মেইছি’র গানের মধ্য দিয়ে গল্প, হৃদয়ানুভূতি, স্বপ্ন, দুঃখ, সময় ও স্মৃতি বহন করে, আপনাদের হৃদয়ে স্থানান্তর করা হয়। আমরা সবাই গানের মানুষ। চিয়াং মেইছি’র গানে একে অপরকে ভাগাভাগি ও সাহচর্য করে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি “আমরা সবাই গানের মানুষ” অ্যালবামের শিরোনাম গান আপনাদের শোনাচ্ছি, কেমন? সেসঙ্গে শোনাই অ্যালবামে অন্য একটি গান “সময় নেই”। আমরাও গানের মধ্য দিয়ে সেই অনুভূতি উপলব্ধি করব, কেমন? 

 

(প্রেমা/এনাম)